উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি.এড কোর্সে ভর্তি :: পূর্ণাঙ্গ গাইডলাইন ২০২৫

পিয়নমামা ডটকম সাইটের ভিজিটর বন্ধুদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের পোস্ট। হাল সময়ে অনেকেই শিক্ষকতা পেশায় প্রবেশ করেছেন কিংবা ভবিষ্যতে একজন শিক্ষক শিক্ষাবিদ হওয়ার জন্য অধীর আগ্রহের অপেক্ষাতে আছেন! তাদের জন্য প্রধান অন্যতম শর্ত হলো B.Ed প্রোগ্রাম/কোর্স থাকতে হবে। সুতরাং আজকের আলোচনাতে শুধুমাত্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীন ০১ বছর মেয়াদী বিএড কোর্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যদিও ইতপূর্বে আমি বি.এড কোর্স নিয়ে একটি পোস্ট করেছিলাম সেটা ছিলো কম্বাইন ধরনের অর্থাৎ বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বিএড কোর্স আছে তার বিষয়বস্তু সংক্ষেপে আলোকপাত করেছিলাম।

BOU_BED_Course


বি.এড কোর্স কি?

B.Ed (ব্যাচেলর অফ এডুকেশন) ব্যাচেলর অফ এডুকেশনের শিরোনাম হল B.Ed. যারা শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চান এবং যারা এই পেশায় কর্মরত তাদের জন্য এই কোর্সটি উপযুক্ত। বাংলাদেশের সব সরকারি/বেসরকারি স্কুল-কলেজে, এই ডিগ্রিধারীদের দ্বিতীয় শ্রেণি হিসেবে অর্থ প্রদান করা হয়। এই কোর্সটি সাধারণত সহকারী শিক্ষক পদের জন্য উপযুক্ত, কখনও কখনও B.D কোর্সের কারণে সিনিয়র শিক্ষক হিসাবে উল্লেখ করা হয়, তাই শিক্ষকদের বেতন বা পারিশ্রমিকও বেশি। BED মূলত ০১ বছরের একটি প্রফেশনাল স্নাতক সমমানের ডিগ্রি কোর্স।

বাউবির বি.এড প্রোগ্রাম ভর্তির টাইম লাইন :

  • আবেদন শুরু :  আবেদনের তারিখ: ১৫-১১-২০২৪ থেকে ২৮-১২-২০২৪ পর্যন্ত।
  • আবেদনের সমাপ্তি :  ২৮-১২-২০২৪ ইং তারিখ
  • আবেদন ফি : 700/- টাকা [ অনলাইনে ফর্ম] পূরণ করার সময় জমা দিতে হবে]
  • প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ : ০৬-০১-২০২৫ তারিখ
  • অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ : ০৮-০১-২০২৫ তারিখ থেকে ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত
  • ভর্তি পরীক্ষার তারিখ ও সময় :  ১৮-০১-২০২৫ তারিখ (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত)
  • ভর্তি পরীক্ষার নম্বর: ১০০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন (MCQ)
  • ভর্তি পরীক্ষার স্থান : বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারসমূহ
  • ফলাফল প্রকাশের তারিখ: 02/02/2025
  • ক্লাশ শুরুর তারিখ: পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে

বি.এড প্রোগ্রামে ভর্তি হওয়ার যোগ্যতা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এক বছরের বিপিএড কোর্সে আগ্রহী শিক্ষার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এসএসসি থেকে স্নাতক পর্যন্ত একটি পরীক্ষায় ৩য় বিভাগ কিংবা ২.০ জিপিএ থাকলেও আবেদন করা যাবে। যে কোন বয়সের লোক এই কোর্সে ভর্তি হতে পারবে অর্থাৎ বয়সের কোন বাধ্যবাধকতা নাই । 

দৃষ্টি আকর্ষণঃ

উল্লেখ্য মাদ্রাসা শিক্ষা বোর্ড কিংবা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে ফাজিল ও কামিল ডিগ্রিধারী শিক্ষার্থীরা কিংবা শিক্ষকেরা বিএড কোর্সে আবেদন কিংবা ভর্তি হতে পারবেন না । এই ধরনের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বি.এড সমমান বিএসএড কোর্সে আবেদন করতে হবে কিংবা ভর্তি হতে হবে। মূলত প্রতি বছরের শেষের দিকে তথা ডিসেম্বর-জানুয়ারীতে বাউবি বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ তাদের ওয়েব সাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। সুতরাং এই বছরও বিএড কোর্সের পাশাপাশি বিএসএড আবেদন চলছে যা শেষ হবে আগামী ৩০/১২/২০২৪ ইং তারিখে। অনলাইনে আবেদনের নিংক-নির্দেশিকা  এই পোস্টের নিচের দিকে যোগ করা হয়েছে।

  • সমগ্র বাংলাদেশে কোথায় কোথায় কি ধরনের বি.এড কোর্স করানো হয়, কত টাকা ব্যয় হয় এবং কোথায় ক্যারিয়ারের সুযোগ রয়েছে মেগা পোস্টটি পড়ুন: এখানে

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন

বাংলা-২৫, ইংরেজি-২৫, গণিত-২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলি)-২৫ সহ সর্বমোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। প্রতি স্টাডি সেন্টার গুলোতে এই পরীক্ষাতে সর্বোচ্চ মার্কপ্রাপ্তদের নিয়ে মেধা তালিকা প্রস্তুত করা হবে। তবে এখানে ৪০% নম্বরপ্রাপ্ত ব্যক্তিরা আসন খালি থাকা স্বাপেক্ষে ভর্তির জন্য বিবেচিত হবেন।  

বি.এড কোর্সে সর্বমোট কয়টি বই পড়তে হয়?

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্টাডি সেন্টার গুলোতে তথা শিক্ষক প্রশিক্ষণ কলেজে শিক্ষাদানের দক্ষতা, মাধ্যমিক শিক্ষা, পাঠ্যক্রম এবং শিশু বিকাশ, শেখার জন্য মূল্যায়ন এবং প্রতিফলিত অনুশীলন, মৌলিক কম্পিউটার দক্ষতা এবং কর্ম গবেষণার বিষয় অন্তর্ভুক্ত। এছাড়াও গ্রুপভিত্তিক বিষয় যেমন বাংলা, ব্যবসায় শিক্ষা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মীয় শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্বাচনী বিষয় হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। এখানে ০১ বছরে ০২ টি সেমিস্টারে ১২০০ মার্কের কোর্স করানো হয় যেখানে প্রতিটি বিষয়ের ৬০% মার্ক লিখিত, ৪০% ব্যবহারিক এবং ২০০ মার্ক প্রোজেক্ট পেপার/প্রেজেন্টেশন হিসেবে থাকে। উল্লেখ্য জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ০১ বছর মেয়াদী বি.এড কোর্সের সিলেবাস প্রায় হুবহু একই রকম। সুতরাং আপনি যেখান হতে কোর্স করুন না কেন সনদের মান একই রকম, সরকার স্বীকৃত এবং বেতন-কাঠামো পেতে কোনরুপ সমস্যা হবেনা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বি.এড কোর্সের সিলেবাস দেখুন এখানে

B.ED কোর্সের যাবতীয় খরচের তথ্য

বাউবির অধীনে ০১ বছরের ডিগ্রি কোর্সের সর্বমোট খরচ হবে সর্বনিম্ন ১৫,০০০/- টাকা হতে সর্বোচ্চ ২২,০০০/- টাকা। ০১ বছরের কোর্সে ০২ সেমিস্টার শেষ করতে হয়। সেই হিসাবে প্রতি সেমিস্টার অনুযায়ী আপনাকে প্রায় ৮০০০/- টাকা মতো ব্যয় করতে হবে। উল্লেখ্য প্রথমদিকে অনলাইনে আবেদন করার সময় ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ৭০০/- টাকা পেমেন্ট করতে হবে। 

বি.এড কোর্সের জন্য কোন ধরনের সহায়িকা বই পড়বো?

বিএড কোর্সে ভর্তি  হবার পর বাউবি থেকে বোর্ড বইগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ভালো ফলাফলের জন্য আপনি সহায়ক বই তথা গাইড কিনতে পারেন আপনার নিকটস্থ বইয়ের দোকান তথা লাইব্রেরী হতে। বাউবির ডিগ্রি কোর্সের জন্য বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান সহায়ক বইগুলো পাবলিক করে থাকে তাদের মধ্য অন্যতম হলো-প্রাইম প্রকাশনী ঝিনাইদহ, লেকচার, ব্যতিক্রম ইত্যাদি।

বি.এড কোর্সের চাহিদা ও চাকরির বাজার

বিসিএস, বিসিএস শিক্ষা ক্যাডার, ব্যাংকিং এবং অন্যান্য সমমানের শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বিএড অনার্স সহ শিক্ষকরা তাদের ক্যারিয়ার গড়ার সুযোগ পান। কিন্তু কিছু চাকরির ক্ষেত্র শুধুমাত্র B.Ed. অনার্স স্নাতকদের জন্য উপলব্ধ এবং তাদের বাইরে কাউকে নিয়োগ করার সুযোগ নেই। যেমন-

  • ক) পিটিআই কোচ (সাধারণ)।
  • খ) পরীক্ষার স্কুলে সহকারী শিক্ষক।
  • গ) পুলিশ শিক্ষা অফিসার
  • ঘ) একাডেমিক সুপারভাইজার, উপজেলা
  • ঙ) প্রভাষক, রিসোর্স সেন্টার, উপজেলা
  • চ) ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনে (এনইপি) বিভিন্ন পদ।
  • ছ) ব্যাচেলর অফ এডুকেশন (সম্মান) স্নাতকদের এনজিওগুলির মধ্যে উচ্চ চাহিদা রয়েছে৷
  • জ) বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়ন বিভাগে বিভিন্ন পদে শিক্ষা গ্র্যাজুয়েটদের জন্য এটি সহজেই একটি সম্ভাব্য কর্মক্ষেত্র হয়ে উঠতে পারে। যেহেতু শিক্ষাগত স্নাতকের সংখ্যা তুলনামূলকভাবে কম তাই চাকরির বাজারে প্রতিযোগিতা কম।এছাড়াও, বিএড (সম্মান) স্নাতকরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি.এড কলেজের তালিকা

দেশের প্রায় ১৫ টির বেশি স্টাডি সেন্টার গুলোতে এই কোর্স বিদ্যমান রয়েছে। মূলত যারা চাকরিজীবি কিংবা অন্য কোন পেশাতে ব্যস্ত সময় পার করেন তাদের জন্য প্রতি শুক্রবারে এখানে ক্লাশ করতে হয়। 

  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,ধানমন্ডি,ঢাকা 
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,ফরিদপুর
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ(মহিলা),সদর,ময়মনসিংহ 
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,পাবনা
  • সরকারি :রব সেরনিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ,সদর,বরিশাল
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,রাজশাহী
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,খুলনা
  • সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ,সদর,রংপুর
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,কোটবাড়ি কুমিল্লা  
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,যশোর 
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,ফেনী
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,বাকলিয়া,চকবাজার,চট্টগ্রাম 
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,সিলেট
  • সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,সদর,ময়মনসিংহ
  • বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট,বোর্ডবাজার,গাজীপুর

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি.এড ডিগ্রি প্রোগ্রামের সনদপত্রের মান কতটুকু?

০১ বছরের কোর্সে সকল বিষয়ে সফলভাবে পাশ করার পর আপনি বিএড পাসের সনদ অর্জনের জন্য বিবেচিত হবেন। মূলতে এই কোর্সে রেজিঃ এর মেয়াদ থাকে ০৩বছর। অর্থাৎ সর্বনিম্ন ০১ বছর এবং সর্বোচ্চ ০৩ বছরের মধ্যে আপনাকে বি.এড সনদ অর্জন করতে হলে অবশ্যই সকল বিষয়ে পাস করতে হবে। আসলে আমাদের অনেকেরই কমন প্রশ্ন হল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি.এড সার্টিফিকেটের মান কেমন? উক্ত সার্টিফিকেট নিয়ে কি আমি সরকারি কিংবা বেসরকারি চাকরি পাব? বাস্তবিকতাই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয় কিংবা অন্য সকল শিক্ষা বোর্ডের মতই সমমান বলে বিবেচিত। উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে বি.এড কোর্সের সনদ অর্জন করা হয় বাউবি থেকে অর্জন করলেও তার মান একই। বাংলাদেশে এমন অসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে বাউবি হতে বিএড সনদ নিয়ে অনেকেই শিক্ষকতা পেশাতে যুক্ত আছেন। সুতরাং এই সনদ দিয়ে আপনি নিশ্চিন্তভাবে শিক্ষকতা পেশাতে সংযুক্ত হতে পারবেন।  তাছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি দূরশিক্ষণ পাবলিক ও সরকারি প্রতিষ্ঠান। সুতরাং চাকরির বাজারে প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী থাকলে আপনিও যে কোন চাকরির আবেদন করতে পারবেন। 

BOU_BED_Certificate
BOU BED  Orginal Certificate

বি.এড পাশ করে কি এম.এড কোর্সে ভর্তি হওয়া যাবে?

জ্বী অবশ্যই হওয়া যাবে। তবে এটা বাধ্যবাধকতা নই যে, আপনাকে এম.এড করতেই হবে! অনেকে অবশ্য শখের বশে এম.এড করে থাকেন। আসলে শিক্ষকতা পেশাতে বি.এড ডিগ্রি অর্জন করাটা বাধ্যবাধকতা রয়েছে। শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পর আপনাকে পরবর্তী ০৪ বছরের মধ্যে বি.এড ডিগ্রি অর্জন করতে হবে।

কিভাবে বি.এড কোর্সে ভর্তির আবেদন করবেন?

প্রতি বছরেই বাউবি তাদের ওয়েব সাইটে ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। আপনি যদি নিশ্চিত এই কোর্সে ভর্তি হতে আগ্রহী হোন তাহলে প্রথমেই নির্দেশিকাটি সংগ্রহ করুন এবং বিস্তারিত পড়তে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন নিচের লিংক হতে কিংবা এখানে । অর্থাৎ নির্দেশিকাতেই বিস্তারিত তথ্যাদি দেওয়া আছে কিভাব ফর্ম পূরন করবেন, টাকা প্রদান করবেন, কোথায় আবেদনপত্র জমা দিবেন যাবতীয় তথ্যাবলী।

  • আবেদনপত্রগুলি পর্যালোচনা করার পরে, শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিরা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের তালিকা ৬ জানুয়ারী বাউবির ওয়েবসাইটে পাওয়া যাবে। উপরন্তু, তাদের মোবাইল ফোনে টেক্সট মেসেজের মাধ্যমে নিশ্চিত করা হবে।
  • বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যেকোন তথ্য সংশোধন, সংযোজন, পরিবর্ধন ও পরিবর্তন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট নিয়ম সকল আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। আবেদনকারীরা ভর্তির জন্য তাদের আবেদনে অসম্পূর্ণ এবং অসত্য তথ্য প্রদান করলে, তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে এবং স্কুল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে।

BED-Admission

অনলাইনে Open University Notice আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও প্রয়োজনীয় লিংকসমূহ:

অনলাইনে ওপেন ইউনিভার্সিটি বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা: আপনার নিজের মোবাইল নম্বর এবং ইমেল ব্যবহার করুন: আবেদন প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই তাদের নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা ব্যবহার করতে হবে। পাঠ্য বার্তার মাধ্যমে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করুন: অনলাইন আবেদন ফর্মটি পূরণ করার পরে, শিক্ষার্থীরা পাঠ্য বার্তার মাধ্যমে তাদের ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড পাবেন। আপনার পরে এই তথ্যের প্রয়োজন হবে, তাই এটি সংরক্ষণ করুন। অর্থপ্রদানের তথ্য সংরক্ষণ: একবার অনলাইন আবেদন সম্পূর্ণ হলে, অর্থপ্রদানের তথ্য সংরক্ষণ করা হবে। যেমন, লেনদেন আইডি, অ্যাকাউন্ট নম্বর, পেমেন্টের তারিখ ইত্যাদি।

  • বাউবির B.ED ডিগ্রি কোর্সের নির্দেশিকা ডাউনলোড করুন পড়ুন :  এখানে
  • বাউবির B.ED ডিগ্রি কোর্সের সিলেবাস ডাউনলোড করুন পড়ুন :  এখানে
  • বাউবির B.ED কোর্সে ভর্তি হতে অনলাইনে আবেদন করুন/লিংক :  এখানে
  • বাউবির B.S.ED কোর্সে ভর্তি হতে অনলাইনে আবেদন করুন/লিংক :  এখানে
  • বাউবির B.ED কোর্সে কিভাবে অনলাইন ফর্ম পূরণ করবেন তার Youtube ভিডিও :  এখানে
  • বাউবির B.E.D কোর্সের যাবতীয় ইবুক-পিডিএফ ফাইল ডাউনলোড করুন :  এখানে

    সর্বশেষ:

    পোস্টের আলোচনার একদম শেষ পর্যায়ে। আশা করি বাউবির B.E.D কোর্স সম্পর্কে আপনাদের কাছে কিছুটা হলেও বোধগম্য ও সহায়ক হবে। তারপরেও কেহ যদি অনলাইন আবেদন করতে গিয়ে কোন সমস্যাতে পড়েন আমাদেরকে অবহিত করতে পারেন। তাছাড়াও  আমাদের পিয়নমামা ডটকম টীম নাম মাত্র অনলাইন চার্জ নিয়ে আপনার ফর্মটি পূরণ করে দিতে পারবে। পরিশেষে আপনাদের সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করে আগামী পর্বে বাউবির অন্য কোন কোর্স নিয়ে পোস্ট করবো। 

    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url