উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল কোর্সের ভর্তি যোগ্যতা ও খরচের তথ্য :: ২০২৫

পিয়নমামা ডটকম ব্লগ সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের পোস্ট। বাউবির পড়াশোনা বিষয় নিয়ে পিয়নমামা ব্লগ সাইটে ইতপূর্বে একাধিক পোস্ট করা হয়েছে। সেখানে অনেকেই অভিমত প্রকাশ করেছিলেন বাউবি পড়াশোনা করতে কত খরচ ও সময় লাগে কত বছর লাগে। তাদেরকে অবহিত করার জন্যই আজকের এই আয়োজন এবং হ্যা এই প্রতিবেদনটি ধীরে সুস্থে  প্রথম হতে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়লে নিজের অজানা বিষয়গুলো জানতে ও বুঝতে পারবেন। এবার পোস্টের মূল আলোচনা শুরু করছি। প্রথমেই আসি মাধ্যমিক লেবেলের পাড়াশোনার বিষয় নিয়ে

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল কোর্সের ভর্তি যোগ্যতা ও খরচের তথ্য

এস.এস.সি লেভেল           

কোর্সের মেয়াদ                  : ০২ বছর
সর্বনিম্ন সময়সীমা          : ০২ বছর
সর্বোচ্চ সময়সীমা          : ০৫ বছর 
(এই ০৫ বছরের মধ্য পাশ না করতে পারলে পূনরায় ৯ম শ্রেণিতে ভর্তি হতে পারবে)
ভর্তির যোগ্যতা         : জেএসসি, জেডিসি, ৮ম শ্রেণি পাস
টোটাল খরচ         : ১১,০০০/- টাকা (প্রতি বছরে মিনিমাম ৫০০০/- মত খরচ)
স্টাডি সেন্টার                    : স্টাডি সেন্টার এর নাম ও তথ্য জানতে ক্লিক করুন এখানে
  • দৃষ্টি আকর্ষণ: ব্যক্তিগতভাবে মনে করি, বাউবি থেকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এস.এস.সি এবং এইচ.এস.সি কোর্স করাটা অনেক ভালো ও সুবিধাজনক হবে। কি, কেন ও কারণসহ বিস্তারিত পড়ুন এখানে
  • তথ্য আপডেট: ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে ২০২৩ ইং সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের S.S.C প্রোগ্রামে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 20/03/2025

এইচ.এস.সি লেভেল

কোর্সের মেয়াদ         : ০২ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০২ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ০৫ বছর 
(এই ০৫ বছরের মধ্য পাশ না করতে পারলে পূনরায় এইচএসসি ভর্তি হতে পারবে)
ভর্তির যোগ্যতা         : এসএসসি/দাখিল সমমান পাস
টোটাল খরচ          :     ১২,০০০/- টাকা (প্রতি বছরে মিনিমাম ৬০০০/- মত খরচ)
স্টাডি সেন্টার : স্টাডি সেন্টার এর নাম ও তথ্য জানতে ক্লিক করুন এখানে
  • দৃষ্টি আকর্ষণ: ব্যক্তিগতভাবে মনে করি, বাউবি থেকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এস.এস.সি এবং এইচ.এস.সি কোর্স করাটা অনেক ভালো ও সুবিধাজনক হবে। কি, কেন ও কারণসহ বিস্তারিত পড়ুন এখানে
  • তথ্য আপডেট: ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে ২০২৫ ইং সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের H.S.C প্রোগ্রামে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । ১৫/০৪/২০২৫ ইং তারিখে শুরু হয়ে শেষ হবেআগামী বছর ২০২৪ ইং সালের ফেব্রয়ারীতে আবার আবেদন শুরু হবে। 

ডিগ্রি (পাস কোর্স) লেভেল

কোর্স বিষয় সমূহ         : বিএ/বিএসএস
কোর্সের মেয়াদ         : ০৩ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০৩ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ০৬ বছর 
ভর্তির যোগ্যতা : এইচ.এস.সি/আলিম/ব্যবসায় ব্যবস্থাপনা/০৪ বছরের  ডিপ্লোমা প্রকৌশলসহ যে কোন ধরনের ডিপ্লোমা কোর্স সমমান পাস
টোটাল খরচ       :     ২৫,০০০/- টাকা (প্রতি বছরে মিনিমাম ৭,৫০০/- মত খরচ)
স্টাডি সেন্টার : স্টাডি সেন্টার এর নাম ও তথ্য জানতে ক্লিক করুন এখানে
  • তথ্য আপডেট: ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে ২০২৪ ইং সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের B.A/B.S.S প্রোগ্রামে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 05/03/2025 

অনার্স (সম্মান) লেভেল:

অনার্স বিষয় সমূহ         : বাংলা, ইতিহাস, দর্শন, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইসলাম শিক্ষা
কোর্সের মেয়াদ         : ০৪ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০৪ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ০৮ বছর 
ভর্তির যোগ্যতা         : এইচ.এস.সি/আলিম/ব্যবসায় ব্যবস্থাপনা সমমান পাস
টোটাল খরচ         : ৬০,০০০/- টাকা (প্রতি বছরে মিনিমাম ১২০০০/- মত খরচ)
স্টাডি সেন্টার                 : শুধুমাত্র ঢাকার আঞ্চলিক অফিসে (ঢাকা কলেজের পাশে)
  • [দৃষ্টি আকর্ষণ: বি.এ অনার্স কোর্স বাংলা, ইতিহাস, দর্শন, ইসলাম শিক্ষা বিষয়ে ভর্তি হলে এস.এস.সি ও এইচ.এস.সি সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ২.৫০ থাকতে হবে এবং বি.এস.এস অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য জিপিএ ২.৭৫ থাকতে হয়। সকল বিভাগের প্রার্থ ী আবেদন করতে পারবে।]
  • তথ্য আপডেট: ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে বাউবির অনার্স ভর্তির আবেদন আবেদন শুরু হবে আগামী 02/03/2024 তারিখে। আবেদনের শেষ তারিখ: 30/04/2025 

 বি.বি.এ (অনার্স) প্রফেশনাল বাংলা ও ইংরেজি মাধ্যম:

কোর্সের বিষয় সমূহ     : ব্যবস্থাপনা, মার্কেটিং, মানব সম্পদ ব্যবস্থাপনা, একাউন্টিং
কোর্সের মেয়াদ     : ০৪ বছর
সর্বনিম্ন সময়সীমা     : ০৪ বছর
সর্বোচ্চ সময়সীমা     : ০৭ বছর 
ভর্তির যোগ্যতা     : এইচ.এস.সি/আলিম/ব্যবসায় ব্যবস্থাপনা সমমান পাস
টোটাল খরচ                :  বাংলা মিডিয়ামে ০৪ বছরে খরচ হবে প্রায় সর্বমোট ৬০,০০০/- টাকা (অর্থাৎ প্রতি বছরে মিনিমাম ১৫,০০০/- মত খরচ হবে) এবং ইংরেজি মিডিয়ামে ০৪ বছরে সর্বমোট ৮০,০০০/- (প্রতি বছরে মিনিমাম ২০,০০০/- মত খরচ হবে)। উল্লেখ্য বাউবির বিবিএ প্রোগ্রামে  যেমন: ব্যবস্থাপনা, মার্কেটিং, মানব সম্পদ ব্যবস্থাপনা, একাউন্টিং মেজর বিষয়গুলো শেষ পর্বে/৮ম সেমিস্টারে নেওয়ার সুযোগ দেয়। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ ও জাতীয়র অধিন কলেজগুলো ১ম বর্ষে ভর্তি হওয়ার সময়ই মেজর বিষয় নির্বাচনের সুযোগ দেয়।
স্টাডি সেন্টার  : স্টাডি সেন্টার এর নাম ও তথ্য জানতে ক্লিক করুন এখানে
  • তথ্য আপডেট: ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে ২০২৫ ইং সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স বাংলা মাধ্যম প্রোগ্রামে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী 02/03/2024 তারিখে। আবেদনের সময়সীমা 30/05/2024 ইং তারিখ পর্যন্ত। ইংরেজি মাধ্যম বিবিএ ভর্তি সার্কুলার এখনো দেয়নি।
 এল.এল.বি ( আইন বিষয়ে অনার্স)
অনার্স বিষয় সমূহ         : আইন, ভূমি ও আইন ব্যবস্থাপনা
কোর্সের মেয়াদ         : ০৪ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০৪ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ০৮ বছর 
টোটাল খরচ         : ৯৯,০০০/- টাকা (প্রতি বছরে মিনিমাম ২২,০০০/- মত খরচ)
স্টাডি সেন্টার          : শুধুমাত্র ঢাকার আঞ্চলিক অফিসে (ঢাকা কলেজের পাশে)
ভর্তির যোগ্যতা :
  • এল.এল.বি (আইন বিষয়ে) অনার্স কোর্সে ভর্তি হলে এস.এস.সি ও এইচ.এস.সি সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং সকল বিভাগের প্রার্থ ী আবেদন করতে পারবে।]
  • তথ্য আপডেট: ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে ২০২৪ ইং সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি অনার্স প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হবে আগামী 02/03/2024 তারিখে। আবেদনের শেষ তারিখ: 30/04/2025 

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ( অনার্স)

অনার্স বিষয় সমূহ         : কম্পিউটার প্রকৌশল
কোর্সের মেয়াদ         : ০৪ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০৪ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ০৭ বছর 
টোটাল খরচ         : ৯০,০০০/- টাকা (প্রতি বছরে মিনিমাম ২০০০০/- মত খরচ)
স্টাডি সেন্টার                   : শুধুমাত্র ঢাকার আঞ্চলিক অফিসে (ঢাকা কলেজের পাশে)
ভর্তির যোগ্যতা :
  • বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/আলিম/সমমান পাস হতে হবে এস.এস.সি ও এইচ.এস.সি সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে। উল্লেখ্য কারিগরী শিক্ষাবোর্ডের ০৪ বছরের ডিপ্লোমা প্রকৌশল পাস এবং বাউবি হতে ১.৫ বছরের এডভান্সড কম্পিউটার এপ্লিকেশন পাসধারী বিএসসি অনার্স কোর্সে ভর্তি হতে পারবে]
  • তথ্য আপডেট: ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে ২০২৫ ইং সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের Computer Scicence অনার্স প্রোগ্রামে ভর্তি আবেদন এখনো শুরু হয়নি

ফুড এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগ ( বি.এস.সি অনার্স)

অনার্স বিষয় সমূহ         : ফুড এন্ড নিউট্রিশন
কোর্সের মেয়াদ         : ০৪ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০৪ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ০৭ বছর 
টোটাল খরচ         : ১,২,০০০০/- টাকা (প্রতি বছরে মিনিমাম ২৫০০০/- মত খরচ)
স্টাডি সেন্টার   : শুধুমাত্র ঢাকার আঞ্চলিক অফিসে (ঢাকা কলেজের পাশে)
ভর্তির যোগ্যতা :
  • বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/আলিম/সমমান পাস হতে হবে এস.এস.সি ও এইচ.এস.সি সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে। উল্লেখ্য কারিগরী শিক্ষাবোর্ডের ০৪ বছরের ডিপ্লোমা প্রকৌশল পাস এবং বাউবি হতে ১.৫ বছরের এডভান্সড কম্পিউটার এপ্লিকেশন পাসধারী বিএসসি অনার্স কোর্সে ভর্তি হতে পারবে]
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ

এম.এ (মাস্টার্স) লেবেল
বিষয় সমূহ              :         বাংলা, ইতিহাস, দর্শন, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইসলাম শিক্ষা
কোর্সের মেয়াদ              :         ০২বছর
সর্বনিম্ন সময়সীমা      :         ০২ বছর
সর্বোচ্চ সময়সীমা      :         ০৪ বছর 
ভর্তির যোগ্যতা             :         স্নাতক সম্মান কিংবা ডিগ্রি পাস
টোটাল খরচ      :        ৪৩,০০০/- টাকা (প্রতি বছরে মিনিমাম ১১,০০০/- মত খরচ)
স্টাডি সেন্টার :
শুধুমাত্র ঢাকার আঞ্চলিক অফিসে (ঢাকা কলেজের পাশে) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • তথ্য আপডেট: ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে ২০২৫ ইং সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (১ম পর্ব) প্রোগ্রামে ভর্তি আবেদন এখনো শুরু হয়নি

এম.বি.এ (বাংলা ও ইংরেজি মাধ্যম)

কোর্সের বিষয় সমূহ         : ব্যবস্থাপনা, মার্কেটিং, মানব সম্পদ ব্যবস্থাপনা, একাউন্টিং
কোর্সের মেয়াদ         : ০৪ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০৪ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ০৭ বছর 
ভর্তির যোগ্যতা         : স্নাতক সম্মান কিংবা ডিগ্রি পাস
টোটাল খরচ      :  
বাংলা মিডিয়ামে ০২ বছরের এমবিএ করতে সর্বমোট ৩০,০০০/- টাকা (প্রতি বছরে মিনিমাম ১৫,০০০/- মত খরচ) এবং ইংরেজি মিডিয়ামে ৫০,০০০/- (প্রতি বছরে মিনিমাম ২৫,০০০/- মত খরচ হবে)
স্টাডি সেন্টার  : স্টাডি সেন্টার এর নাম ও তথ্য জানতে ক্লিক করুন এখানে

অন্যান্য প্রোগ্রাম

কোর্স বিষয় সমূহ         : ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এ্যাপ্লিকেশন্স
কোর্সের মেয়াদ         : ১.৫ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ১.৫ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ৩ বছর 
ভর্তির যোগ্যতা         : এইচ.এস.সি/আলিম/ব্যবসায় ব্যবস্থাপনা সমমান পাস
টোটাল খরচ         : ,৫০০/- টাকা (প্রতি বছরে মিনিমাম ৩০০০/- মত খরচ)
  • স্টাডি সেন্টার : স্টাডি সেন্টার এর নাম ও তথ্য জানতে ক্লিক করুন এখানে

বি.এ.জি.এড  (ডিপ্লোমা ইন কৃষি) প্রোগ্রাম

কোর্স বিষয় সমূহ         : ডিপ্লোমা ইন কৃষি (ডিগ্রি সমমান)
কোর্সের মেয়াদ         : ০৩ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০৩ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ৬ বছর 
ভর্তির যোগ্যতা         : এইচ.এস.সি সমমান পাশ (কৃষি বিষয় থাকতে হবে)
টোটাল খরচ         : ৩০,০০০/- টাকা (প্রতি বছরে মিনিমাম ১০,০০০/- মত খরচ)

বি.এড. প্রোগ্রাম

কোর্স বিষয় সমূহ         : বি.এড
কোর্সের মেয়াদ         : ০১ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০১ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ৩ বছর 
ভর্তির যোগ্যতা         : অনার্স/ডিগ্রি সমমান পাশ
টোটাল খরচ         : ১৫,০০০/- টাকা 

বি.এড. প্রোগ্রাম

কোর্স বিষয় সমূহ         : বি.এড
কোর্সের মেয়াদ         : ০১ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০১ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ৩ বছর 
ভর্তির যোগ্যতা         : অনার্স/ডিগ্রি সমমান পাশ
টোটাল খরচ         : ১৫,০০০/- টাকা 

এম.এড. প্রোগ্রাম

কোর্স বিষয় সমূহ         : এম.এড
কোর্সের মেয়াদ         : ০১ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০১ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ৩ বছর 
ভর্তির যোগ্যতা         : অনার্স/ডিগ্রি সহ বি.এড সমমান পাশ
টোটাল খরচ         : ১৫,০০০/- টাকা 

এম,এস,সি ইন মাস্টার্স অব ডিজ্যাবিলিটি ম্যানেজমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন  প্রোগ্রাম

কোর্স বিষয় সমূহ         : এম,এস,সি
কোর্সের মেয়াদ         : ০২ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০২ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ০৪ বছর 
ভর্তির যোগ্যতা         : অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান অনুষদভূক্ত অনার্স বিষয়
 টোটাল খরচ         : ১,০০০০০/- একলক্ষ টাকা 

এল.এল.এম (আইনে মাস্টার্স) প্রোগ্রাম

কোর্স বিষয় সমূহ         : এল.এল.এম
কোর্সের মেয়াদ         : ০২ বছর
সর্বনিম্ন সময়সীমা         : ০২ বছর
সর্বোচ্চ সময়সীমা         : ০৪ বছর 
ভর্তির যোগ্যতা         : আইন বিষয়ে এলএলবি ডিগ্রি কিংবা অনার্স পাশ
টোটাল খরচ         : ৭০,০০০/- টাকা 
  • তথ্য আপডেট: আইন বিষয়ক এলএলএম প্রোগ্রামে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের সময়সীমা ৩০/০৪/২০২৫ ইং তারিখ পর্যন্ত।
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন সকল প্রোগ্রামে ভর্তি  হতে, ভর্তির নির্দেশিকা ও শর্তাবলী জানতে বাউবির অফিসিয়াল সাইট ভিজিট করুন এখানে 
সর্বশেষ:

আলোচনার একদম শেষ পর্যায়ে। উপরোক্ত তথ্যাবলী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সোস্যাল সাইট হতে সংগৃহিত। অনেকেই বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করেন তাদের এলাকাতে কোথায় কোন স্টাডি সেন্টার রয়েছে কিংবা কোথায় ভর্তি হবো, কোথায় থাকতে হবে এই রকম নানাবিধ তথ্যাবলী আলোকপাত করেছি আপনাদেরকে সম্যক ধারনা দেওয়ার জন্য। তারপরেও প্রায় প্রতি বছরেই বাউবির তথ্যগুলো পরিবর্তিত হয়। সেই জন্য আমাদের পরামর্শ হলো আপনারা যখনই সময় পাবেন বাউবির মূল অফিসিয়াল সাইট ভিজিট করবেন। তাছাড়াও ভর্তি বিষয়ক আপডেটকৃত তথ্য আমাদের ব্লগ সাইটে পাবেন।

উল্লেখ্য আমাদের ব্লগ সাইট ভিজিট করতে ব্রাউজারের সার্চবার কিংবা গুগলে গিয়ে পিয়নমামা ডটকম কিংবা PeonMama লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আরেকটি বিষয়, পিয়নমামা ডটকম সাইটে শুধু লেখাপড়া বিষয়ক নই পরবর্তী সময়ে ধাপে ধাপে চাকরির বিজ্ঞপ্তি, কম্পিউটার টিপস, অনলাইনে ইনকামের কৌশল, ফ্রিল্যান্স, ক্যারিয়ার আড্ডা, সফটওয়্যার রিভিউ ও ই-কমার্স  নিয়ে পোস্ট পাবলিশ করা হবে।  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url