উন্মুক্তের ডিগ্রি, অনার্সসহ সকল কোর্সের স্টাডি সেন্টারের তালিকা :: ২০২৫
আসসালামু আলাইকুম। পিয়নমামা ডটকম (PeonMama) ব্লগ সাইটের সুপ্রিয় ভিজিটর বন্ধুদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। উপরের পোস্টের শিরোনাম দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজ কোন বিষয়ে আলোচনা করবো। অবশ্য এই ব্লগ সাইটের ব্লগার এএমডি আব্দুল্লাহ্ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বিষয়ক বেশ কয়েকটি পোস্ট পাবলিশ করেছেন।
আশা করি সেইগুলোর মাধ্যমে অনেকেই উপকৃত হবেন। আজকের পোষ্টে আপনাদেরকে শুধুমাত্র বাউবির অধীনে ডিগ্রি, অনার্স, মাস্টার্স, বিবিএ ও এমবিএ প্রোগ্রাম এর স্টাডি সেন্টারের নামের তালিকা দেওয়া হবে। এই তালিকার মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত স্টাডি সেন্টারের অবস্থান নির্ণয় ও ভর্তি হতে পারবেন
মনে করি, আমার/আমাদের নিদিষ্ট কোন আঞ্চলিক কেন্দ্র ওয়ারী
ডিগ্রি/ অনার্স কোর্স কিংবা এসএসসিসহ অন্য কোন কোর্সের স্টাডি সেন্টারের তালিকা দেখা প্রয়োজন। এখন উক্ত অঞ্চলিক কেন্দ্রের অধীন কোথায় কোথায় স্টাডি সেন্টার (শিক্ষা প্রতিষ্ঠান) রয়েছে তা নিচের গোলাপী কালার যুক্ত লিংকগুলোতে ক্লিক করলেই তালিকা আসবে। সেখান হতেই কাঙ্খিত স্টাডি সেন্টারের নাম পেয়ে যাবেন। যেমন: মনে করি, যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন কি কি কোর্স আছে, সেখানের স্টাডি সেন্টারের নাম গুলো জানার জন্য যশোর আঞ্চলিক লিংকে ক্লিক করলে নিম্নরুপ ইন্টারফেস আসবে।
SC SL # | Name of Study Centers | Code |
1 | Nawapara Mohila College, Nawapara, Jashore | 875 |
2 | Uposhahar Mohila College | 873 |
4 | Jikorgacha Mohila Degree College, Jashore | 919 |
6 | Chowgacha Mridhapara Mohila College | 871 |
7 | Talbaria Degree College, Jashore | 872 |
8 | ABCD College Chowgacha, Jashore | 982 |
9 | Dr. Abdur Razzak Municipal College, Jashore | 394 |
10 | Chowgacha Degree College, Jashore | 395 |
11 | Upasahar Degree College, Jashore | 874 |
উপরের ছক বিশিষ্ট যে তালিকাগুলো সংযোজন করেছি সেইগুলো ডিগ্রি/ অনার্স স্টাডি সেন্টারের তালিকার পাশাপাশি অন্যান্য কোর্সের স্টাডি সেন্টারের তালিকাও দেখা হয়ে যাবে। উল্লেখ্য বাউবির লোগোসহ ওয়েব সাইটের ইন্টারফেস পরিবর্তন হয়েছে বিধায় বেশ কিছু লিংক কাজ করছেনা। বাউবির অফিসিয়াল সাইটের কাজের আপগ্রেডেশন চলমান আছে।
দৃষ্টি আকর্ষণঃ পূর্ববর্তী পোস্টে উল্লেখ
করা হয়েছিলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ০৭ টি বিষয়ের উপর অনার্স কোসর্ করানো হয়। এই কোর্সগুলোর পাঠদান একমাত্র ঢাকা স্টাডি
সেন্টারে দেওয়া হয়। সুতরাং বাউবির অধীনে অনার্স কোর্স করতে হলে আপনাকে অবশ্যই ঢাকাতে
অবস্থান করতে হবে। নিয়মতি শিক্ষার্থীদের ক্ষেত্রে সপ্তাহে ০৪ দিন ক্লাশ করতে হয় এবং
চাকুরিজীদের জন্য সপ্তাহে ০২ দিন ক্লাশ করতে হয়। অলরেডি এই বছরে বাউবিতে অনার্স কোর্সে
ভর্তি হওয়ার বিজ্ঞাপন প্রকাশ করেছে। বাউবির অনার্স কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া জানতে নিচের লিংকে ক্লিক করুন:
বাউবির বিবিএ (বাংলা মাধ্যম) স্টাডি সেন্টারের তালিকা
বাউবির বিবিএ (বাংলা মাধ্যম) স্টাডি সেন্টারের তালিকা দেখতে নিচের বিজ্ঞাপ্তীর
একদম শেষের অংশটি দেখুন

বাউবির অনার্স (বাংলা মাধ্যম) স্টাডি সেন্টারের তালিকা:
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব, এলএলবি বিষয়ে ০৪ বছরের অনার্স কোর্স পড়ানো হয়। এই কোর্সগুলো শুধুমাত্র ঢাকার আঞ্চলিক কেন্দ্রে বিদ্যমান রয়েছে। অর্থাৎ ঢাকা ব্যতিত দেশের অন্য কোথাও বাউবির অনার্স কোর্স করার সুযোগ নাই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘ঢাকা আঞ্চলিক কেন্দ্রটি’ ঢাকা কলেজ এবং সাইন্স ল্যাবরেটরীর পাশেই অবস্থিত।
বাউবির বিবিএ ও এমবিএ (ইংরেজি মাধ্যম) স্টাডি সেন্টারের তালিকা
বাউবির বিবিএ (ইংরেজি মাধ্যম) স্টাডি সেন্টারের তালিকা দেখতে নিচের বিজ্ঞাপ্তীর অংশটি দেখুন:

বাউবির এমবিএ (বাংলা মাধ্যম) স্টাডি সেন্টারের তালিকা:
বাউবির এম.বি.এ (বাংলা মাধ্যম) স্টাডি সেন্টারের তালিকা দেখতে নিচের বিজ্ঞাপ্তীর
অংশটি দেখুন:

বাউবির এম.এ (মাস্টার্স প্রোগ্রাম) স্টাডি সেন্টারের তালিকা:
[এম.এ প্রোগ্রামের স্টাডি সেন্টার ২০২২ ইং সালের পূর্বে শুধুমাত্র ঢাকা আঞ্চলিক কেন্দ্র ও রাজশাহী আঞ্চলিক কেন্দ্র সংযুক্ত ছিলো। বর্তমান ০৬/০৬/২০২৩ ইং তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নরুপ স্টাডি সেন্টার কেন্দ্রে বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব মাস্টার্স প্রোগ্রাম সংযুক্ত করা হয়েছে।]
- (১) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা আঞ্চলিক কেন্দ্র, ঢাকা। (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান)
- ২) সরকারি তোলারাম কলেজ, নারায়নগঞ্জ। (বাংলা ভাষা ও সাহিত্য, দর্শন)
- ৩) চট্টগ্রাম সিটি কলেজ, চট্টগ্রাম। (বাংলা ভাষা ও সাহিত্য, দর্শন, ইসলামিক স্টাডিজ)
- ৪) সিলেট এমসি কলেজ, সিলেট। (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব)
- ৫) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব)
- ৬) কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ। (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন)
- ৭) সরকারি আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।(বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব
- ৮) রাজশাহী গভঃ কলেজ, রাজশাহী। (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান)
- ৯) রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। (সমাজতত্ত্ব)
- ১০) সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব)
- ১১) সরকারি কারমাইকেল কলেজ, রংপুর। (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব
- ১২) দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, সমাজতত্ত্ব)
- ১৩) সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ, বাগেরহাট।(বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ)
- ১৪) যশোর এমএম কলেজ, যশোর। (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব)
- ১৫) সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব)
- ১৬) সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।(বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব
- ১৭) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ, ফরিদপুর। (ইসলামিক স্টাডিজ, সমাজতত্ত্ব)
সর্বশেষ:
আলোচনার একদম শেষ পর্যায়ে। উপরোক্ত তথ্যাবলী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সোস্যাল সাইট হতে সংগৃহিত। অনেকেই বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করেন তাদের এলাকাতে কোথায় কোন স্টাডি সেন্টার রয়েছে কিংবা কোথায় ভর্তি হবো, কোথায় থাকতে হবে এই রকম নানাবিধ তথ্যাবলী আলোকপাত করেছি আপনাদেরকে সম্যক ধারনা দেওয়ার জন্য। তারপরেও প্রায় প্রতি বছরেই বাউবির তথ্যগুলো পরিবর্তিত হয়।
উল্লেখ্য আমাদের ব্লগ সাইট ভিজিট করতে ব্রাউজারের সার্চবার কিংবা গুগলে গিয়ে পিয়নমামা ডটকম কিংবা Peon Mama লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আরেকটি বিষয়, পিয়নমামা ডটকম সাইটে শুধু লেখাপড়া বিষয়ক নই পরবর্তী সময়ে ধাপে ধাপে চাকরির বিজ্ঞপ্তি, কম্পিউটার টিপস, অনলাইনে ইনকামের কৌশল, ফ্রিল্যান্স, ক্যারিয়ার আড্ডা, সফটওয়্যার রিভিউ ও ই-কমার্স নিয়ে পোস্ট পাবলিশ করা হবে।