উন্মুক্ত হতে পাশকৃতদের জন্য ডিগ্রি ও অনার্স ভর্তির সকল তথ্য :: ২০২৪
আসসালামু আলাইকুম। ‘পিয়নমামা ডটকম’ সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা এই বছর ২০২৩ ইং বছরে এইচ.এস.সি পাশ করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা পাশ করতে পারেন নাই, তাদের সমবেদনা জানাচ্ছি।
মন খারাপের কিছু নাই,জীবনে ফেল করলেই সব হারিয়ে যায় না। অকৃতকার্য হওয়ার মধ্যে সফলতা লুকিয়ে থাকে। ভালকরে পড়াশোনা করে ইনশাআল্লাহ্ কৃতকার্য হবেন। যাইহোক এর মধ্যে যারা কৃতকার্য হয়েছেন তারা অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক (পাস/অনার্স) কোর্সে ভর্তি হতে পারবেন এবং তাদের জন্য প্রশ্ন-উত্তরসহ বিভিন্ন নির্দেশনা মূলক তথ্য প্রদান করছি। আশা করছি কিছুটা হলেও অনেকের কাজে লাগতে পারে।
প্রশ্ন:উন্মুক্ত থেকে HSC পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে পারবো কিনা?
- উত্তর: জ্বী অবশ্যই পারবেন এখানে ০২ ধরনের অনার্স কোর্স চালু আছে
একটি সাধারন বিষয়ক অনার্স এবং অন্যটি প্রফেশনাল অনার্স ।
ক) সাধারন বিষয়ক অনার্স :
সরকারি-বেসরকারি কলেজ গুলোতে যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, হিসাব বিজ্ঞান, গণিত, প্রাণিবিদ্যা ইত্যাদি বিষয়সহ প্রায় ২৮ টি বিষয়ে অনার্স কোর্স করার সুযোগ আছে। তবে সব কলেজে সব বিষয়ে অনার্স কোর্স করানো হয়না।
***** শিক্ষাগত যোগ্যতা:********
এসএসসি পাশের সাল ২০২০, ২০২১ এবং এইচ.এস.সি পাশের সাল ২০২২, ২০২৩ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে জিপিএ ৩.০ এবং এইচ.এস.সিতে জিপিএ ৩.০ সহ সর্বমোট ৬.৫০ থাকতে হবে। অর্থাৎ কোন পরীক্ষাতেই জিপিএ ৩.০ এর নিচে কাউন্ট হবেনা।
- তথ্য আপডেট: ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ভর্তির আবেদন আবেদন শুরু হয়েছে 23/12/2023 তারিখ হতে। আবেদনের শেষ তারিখ আগামী 11/02/2024 তারিখ।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে অনার্স আবেদনের যোগ্যতা ও সার্কুলারসহ বিস্তারিত তথ্যাদি জানতে পোস্টটি পড়ুন এখানে
খ) প্রফেশনাল বিষয়ক অনার্স :
সাধারন বিষয়ে অনার্স কোর্স বাদেও কিছু স্পেশাল বিষয়ে অনার্স কোর্স করানো হয় যেমন: বিবিএ ইন হোটেল ম্যানেজমেন্ট-ট্যুরিজম, ফ্যাশন ডিজাইন, সঙ্গীত, কম্পিউটার প্রকৌশল, যন্ত্র কৌশল, শিক্ষা ব্যবস্থা (বি.এড) বিষয় নিয়ে অনার্স কোর্স করানো হয়। এই সকল অধিকাংশ প্রফেশনাল কোর্সগুলো বেসরকারি কলেজ গুলোতে করানো হয়, সরকারিতে হয়না। এই কোর্সগুলোর পড়াশোনার ব্যয় অনেক বেশি। ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার ব্যয়ই ০১ লক্ষ টাকা হইতে ০৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। অপরদিকে বিএড অনার্স (শিক্ষা বিষয়ক) কোর্সগুলো বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ আছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে ০৪ বছরে খরচ হয় প্রায় ২৫-৪০ হাজার টাকা।
যাইহোক অন্য আরেকদিন এই বিষয় নিয়ে আলোচনা করবো। মূলত সাধারন অনার্স ভর্তি শেষ হবার পর এই কোর্স এ-ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
***** শিক্ষাগত যোগ্যতা:********
এসএসসি পাশের সাল ২০১৯, ২০২০,২০২১ এবং এইচ.এস.সি পাশের সাল ২০২১, ২০২২ ও ২০২৩ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে জিপিএ ২.৫০ এবং এইচ.এস.সিতে জিপিএ ২.৫ সহ সর্বমোট ৫.০০ থাকতে হবে। তবে এখনো সার্কুলার ছাড়েনি। এই মাসে আশা করা যায় দিয়ে দিবে।
- তথ্য আপডেট: ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রফেশনাল অনার্স ভর্তির আবেদন শুরু হবে সম্ভাবত মে মাসের ২য় সপ্তাহ হতে।
৩। প্রশ্ন : উন্মুক্ত থেকে HSC পাশ করে জেনারেলের নিয়মিত ডিগ্রিতে ভর্তি হতে পারব কিনা?
উত্তর: রেগুলার ডিগ্রির ক্ষেত্রে আপনি ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নাই। সে ক্ষেত্রে SSC লাস্ট পাশের সন ২০১৯, ২০২০, ২০২১ এবং HSC পাস ২০২১,২০২২, ২০২৩ বছর হলেই হবে। উভয় পরীক্ষাতে আলাদাভাবে জিপিএ ২.০ সহ মোট ৪.০০ থাকতে হবে। তবে প্রাইভেট ডিগ্রি ভর্তি এইচএসসি পাশ করার পরবর্তী ০২ বছর পর করতে পারবেন। অর্থাৎ ২০২৩ সালে এইচ,এস,সি পাশ হলে ২০২৫ সালে প্রাইভেট ডিগ্রির আবেদন করতে পারবেন।
- তথ্য আপডেট: ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সার্কুলার হবে অনার্স ভর্তি কার্যক্রম শেষ হবার পর। ডিগ্রি কোর্সের নোটিশ হতে পারে ২০২৪ ইং মে মাসের শুরুতে ১ম সপ্তাহে।
৪। প্রশ্ন: প্রাইভেট (বেসরকারি) ভার্সিটিতে অনার্স/মাস্টার্স ভর্তি হতে পারবো কিনা?
উত্তর: প্রাইভেট ভার্সিটির প্রসঙ্গ পুরোই ভিন্ন। অধিকাংশ প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে পারবেন। বয়সের কোন মানদন্ড নাই। কিন্তু কিছু প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। সে ক্ষেত্রে আপনার পছন্দের প্রাইভেট ভার্সিটিতে গিয়ে আপনাকে জেনে নিতে হবে তারা কি ওপেন থেকে স্টুডেন্ট ভর্তি নেয় কিনা!
৫। প্রশ্ন: পাবলিক ভার্সিটির কোথায় কোথায় আবেদন করতে পারবেন?
উত্তর: উন্মুক্ত থেকে যারা পাশ করেছেন তারা শুধু মাত্র ঢাবি, ঢাবি অধিভূক্ত ৭ কলেজ, গাহস্থ্য অর্থনীতি কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করতে পারবেন। উল্লেখ্য বাউবি হতে পাশকৃতদের জন্য সুখবর হলো যে, এই বছর প্রথমবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাউবির শিক্ষার্থীরা অনার্স ভর্তির আবেদন করতে পারবে। যেটা পূববর্তী সেশনে বাউবির শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হতো না। বাকি সরকারি ভার্সিটি গুলো উন্মুক্ত শিক্ষাথীদের আবেদন গ্রহন করেনা মানে ভর্তি হওয়া যায়না। এমনকি উন্মুক্ত হতে পাশ করে মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল বিষয়ে ভর্তি হওয়ার সুয়োগ নাই। অবশ্য বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়েছে। বাকি গুলোর বিজ্ঞপ্তী দ্রুতই ছাড়বে।
- তথ্য আপডেট: ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে ২০২৪ ইং সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন অলরেডি 05/01/2024 তারিখে শেষ হয়েছে। সেই সাথে রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনও শেষ হয়েছে।
***** শিক্ষাগত যোগ্যতা:********
ঢাবির জন্য এসএসসি পাশের সাল ২০১৭, ২০১৮, ২০১৯,২০২০ এবং এইচ.এস.সি পাশের সাল শুধুমাত্র ২০২২ সাল হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে এবং এইচ.এস.সিসহ মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। [ কোন পরীক্ষাতে জিপিএ ৩.৫ এর নিচে হবেনা]
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা ও সার্কুলার দেখতে ভিজিট করুন এখানে
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ৭ কলেজে ভর্তির জন্য যোগ্যতা:
এসএসসি পাশের সাল ২০১৮, ২০১৯,২০২০, ২০২১ এবং এইচ.এস.সি পাশের সাল শুধুমাত্র ২০২৩ সাল হতে হবে। শিক্ষাগত যোগ্যতা মানবিক শাখার জন্য এসএসসিতে এবং এইচ.এস.সিসহ মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। [কোন পরীক্ষাতে জিপিএ ৩.০ এর নিচে হবেনা] ভর্তি পরীক্ষাতে অংশগ্রহন করতে হবে। আশানুরুপ মেরিটে আসলে ভর্তির সুযেগ পাবেন।
প্রতিবছরই ভার্সিটিতে এপ্লাই এর ক্ষেত্রে কিছু না কিছু নিয়ম পরিবর্তন হয়ে থাকে। সে ক্ষেত্রে আপনাকে ভর্তির সার্কুলার ফলো করতে হবে।
- তথ্য আপডেট: ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে ০৭ কলেজে ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদসেনর শেষ তারিখ ২৫/০৪/২০২৪ ইং তারিখ। অনলাইনে আবেদন করতে হবে।
৮। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কোথায় অনার্স করতে পারবেন?
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোন বয়সেই অনার্স ভর্তি হওয়া যায়। এখানে বেশ কয়েকটি বিষয়ে অনার্স করার সুযোগ রয়েছে বাংলা, দর্শন, ইতিহাস, সমাজ বিজ্ঞান, ইসলাম শিক্ষা ও আইন বিষয়। উল্লেখ্য এই সকল বিষয়গুলো নিয়ে পড়তে হলে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হয় ও উত্তীর্ণ হতে হয়। অনার্সের এই সকল বিষয়গুলো নিয়ে পড়ার একমাত্র সুযোগ ঢাকা স্টাডি সেন্টারে। অর্থাৎ ঢাকা ব্যতিত অন্য কোথাও স্টাডি সেন্টারে বাউবিতে অনার্স করার সুযোগ নাই। এই সকল বিষয়ে অনার্স কোর্স করতে ০৪ বছরে খরচ হবে প্রায় ০১ লক্ষ টাকার মত। বাউবির বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম বিবিএ অনার্স কোর্স আছে। ইংরেজি মাধ্যমে বিবিএ করতে হলে ভর্তি পরীক্ষা দিতে হয় এবং বাংলা মাধ্যমে পড়তে হলে কোন ভর্তি পরীক্ষা দিতে হয়না, মোটামোটি একটা স্কোর থাকলে হয়। তবে আনন্দের সংবাদ হচ্ছে: বাংলা মিডিয়াম বিবিএ কোর্স করতে হলে ঢাকা ছাড়াও বিভাগীয় কিংবা বড় শহরের কলেজগুলোতে স্টাডি সেন্টার রয়েছে। বাংলাদেশের কোথায় কোন প্রতিষ্ঠানে শিক্ষার ব্যয় কত হবে তার একটা ধারনা নিচের পয়েন্টে প্রেরণ করা হলো।
- তথ্য আপডেট: ২০২২৪ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি আবেদন শুরু হয়েছে 02/02/2024 তারিখ হতে। আবেদনের শেষ তারিখ 30/04/2024
৯। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কোথায় ডিগ্রী কোর্স করতে পারবেন?
আপনি যে কোন শিক্ষাবোর্ড কিংবা উন্মুক্ত হতে এইচএসসি যে কোন সালে পাশ করে থাকলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পাস কোর্সে ভর্তি হতে পারবেন। এটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতই ০৩ বছরের ডিগ্রী কিংবা গ্রাজুয়েট সমমান কোর্স। এই কোর্সে ভর্তি হলে আপনি প্রতি ইয়ারেই পাঠ্যবই ফ্রি পাবেন। ক্লাশ, পরীক্ষা সব কিছুই শুক্রবারে হয়ে থাকে। উন্মুক্ত হতে ডিগ্রি পাশ করলে পরবর্তী সময়ে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে মাস্টার্স কিংবা প্রাইভেট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স কোর্স করতে পারবেন।
তথ্য আপডেট: ২০২২৪ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের ভর্তির আবেদন এখনি শুরু হয়নি। সম্ভাবত জুন মাসের ১ম সপ্তাহে আবেদন শুরু হতে পারে।
এক নজরে শিক্ষার ব্যয় ও খরচ:
- সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে অনার্স সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ৩০,০০০/- হতে সর্বাচ্চ ৭০,০০০/-
- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজে অনার্স সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ২০,০০০/- হতে সর্বাচ্চ ৩০,০০০/- [ এখানে ডিগ্রি কোর্স নাই]
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজ গুলোতে অনার্স সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্বাচ্চ ৩০,০০০/- এবং বে-সরকারি কলেজ গুলোতে ব্যয় হয় সর্বোচ্চ ৮০,০০০-১,২০,০০০/-
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রফেশনাল কলেজ গুলোতে প্রফেশনাল অনার্স সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্বোচ্চ ১,২০,০০০/-২,৫০,০০০/-
- প্রফেশনাল অনার্স বি.এড কোর্স সরকারি প্রফেশনাল কলেজে করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্বোচ্চ ৩০,০০০/- হতে ৫০,০০০/-
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রেগুলার ডিগ্রি পাস কোর্স সম্পন্ন করতে ০৩ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ২০,০০০/- হতে সর্বাচ্চ ৩০,০০০/-
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রাইভেট ডিগ্রি পাস কোর্স সম্পন্ন করতে ০৩ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ৬,০০০/- হতে সর্বাচ্চ ১০,০০০/-
- প্রাইভেট (বেসরকারি) বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্বাচ্চ সর্বোচ্চ ২,০০,০০০ হতে ৪,২০,০০০/-
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ৬০,০০০- হতে সর্বাচ্চ ১,৪০০০০/-
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএ বাংলা মাধ্যম অনার্স সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ৬০,০০০- হতে সর্বাচ্চ ৮০,০০০/-
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ৬০,০০০- হতে সর্বাচ্চ ১,২০০০০/-
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাস কোর্স সম্পন্ন করতে ০৩ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ২০,০০০/- হতে সর্বাচ্চ ৩০,০০০/-
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন সকল প্রোগ্রামে ভর্তি হতে, ভর্তির নির্দেশিকা ও শর্তাবলী জানতে বাউবির অফিসিয়াল সাইট ভিজিট করুন এখানে
সর্বশেষ:
তাই এই পোস্ট যাতে ভূলে না যান কাজে লাগে সেই জন্য বুকমার্ক কিংবা সেভ করে রাখতে পারেন। তারপরেও কোন বিষয় বুঝতে অসুবিধা হলে কিংবা যদি ভর্তি ফরম পূরন করতে চান তাহলে নিচে কমেন্ট করার প্রত্যাশা ব্যক্ত করছি। উল্লেখ্য জগন্নাথ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সার্কুলার দিলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন!
উল্লেখ্য আমাদের ব্লগ সাইট ভিজিট করতে ব্রাউজারের সার্চবার কিংবা গুগলে গিয়ে পিয়নমামা ডটকম কিংবা Peon Mama লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আরেকটি বিষয়, পিয়নমামা ডটকম সাইটে শুধু লেখাপড়া বিষয়ক নই পরবর্তী সময়ে ধাপে ধাপে চাকরির বিজ্ঞপ্তি, কম্পিউটার টিপস, অনলাইনে ইনকামের কৌশল, ফ্রিল্যান্স, ক্যারিয়ার আড্ডা, সফটওয়্যার রিভিউ ও ই-কমার্স নিয়ে পোস্ট পাবলিশ করা হবে।
Rules for commenting: Linking comments made without any reason for the purpose of getting backlinks will not be approved. However, linking comments for reasonable reasons will be approved after verification. Moreover we always follow zero spamming policy. So Be Careful..! to the policy of according at this blog.
comment url