উন্মুক্ত হতে পাশকৃতদের জন্য ডিগ্রি ও অনার্স ভর্তির সকল তথ্য :: ২০২৫

আসসালামু আলাইকুম। ‘পিয়নমামা ডটকম’ সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা এই বছর ২০২৪ ইং বছরে এইচ.এস.সি পাশ করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা পাশ করতে পারেন নাই, তাদের সমবেদনা জানাচ্ছি। 
মন খারাপের কিছু নাই,জীবনে ফেল করলেই সব হারিয়ে যায় না। অকৃতকার্য হওয়ার মধ্যে সফলতা লুকিয়ে থাকে। ভালকরে পড়াশোনা করে ইনশাআল্লাহ্ কৃতকার্য হবেন। যাইহোক এর মধ্যে যারা কৃতকার্য হয়েছেন তারা অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক (পাস/অনার্স) কোর্সে ভর্তি হতে পারবেন এবং তাদের জন্য প্রশ্ন-উত্তরসহ বিভিন্ন নির্দেশনা মূলক তথ্য প্রদান করছি। আশা করছি কিছুটা হলেও অনেকের কাজে লাগতে পারে।
দৃষ্টি আকর্ষণঃ এই পোস্টের তথ্যগুলো মূলত গত সেশন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের।  এই শিক্ষাবর্ষের ২০২৪-২৫ সেশনের অনার্স/ডিগ্রি ভর্তির এখনো কার্যক্রম শুরু হয়নি। বিশ্ববিদ্যালয়গুলো  নোটিশ প্রকাশ করলে এই পোস্টে তা আপডেট হিসেবে পাবলিশ করা হবে। 
প্রশ্ন: উন্মুক্ত থেকে HSC পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে পারবো কিনা?
  • উত্তর: জ্বী অবশ্যই পারবেন এখানে ০২ ধরনের অনার্স কোর্স চালু আছে
একটি সাধারন বিষয়ক অনার্স এবং অন্যটি প্রফেশনাল অনার্স ।

ক) সাধারন বিষয়ক অনার্স :

সরকারি-বেসরকারি কলেজ গুলোতে যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, হিসাব বিজ্ঞান, গণিত, প্রাণিবিদ্যা ইত্যাদি বিষয়সহ প্রায় ২৮ টি বিষয়ে অনার্স কোর্স করার সুযোগ আছে। তবে সব কলেজে সব বিষয়ে অনার্স কোর্স করানো হয়না।
***** শিক্ষাগত যোগ্যতা:********
এসএসসি পাশের সাল ২০২১, ২০২২ এবং এইচ.এস.সি পাশের সাল ২০২৩, ২০২৪ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে জিপিএ ৩.০ এবং এইচ.এস.সিতে জিপিএ ৩.০ সহ সর্বমোট ৬.৫০ থাকতে হবে। অর্থাৎ কোন পরীক্ষাতেই জিপিএ ৩.০ এর নিচে কাউন্ট হবেনা। 

উন্মুক্ত- বিশ্ববিদ্যালয়ের-সকল- কোর্সের- খরচের- তথ্যাদি

  • তথ্য আপডেট: ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ভর্তির আবেদন এখনো শুরু হয়নি। বিজ্ঞপ্তি দিলে আমাদের সাইটে আপডেট করা হবে। 
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে অনার্স আবেদনের যোগ্যতা ও সার্কুলারসহ বিস্তারিত তথ্যাদি জানতে পোস্টটি পড়ুন এখানে

খ) প্রফেশনাল বিষয়ক অনার্স :

সাধারন বিষয়ে অনার্স কোর্স বাদেও কিছু স্পেশাল বিষয়ে অনার্স কোর্স করানো হয় যেমন: বিবিএ ইন হোটেল ম্যানেজমেন্ট-ট্যুরিজম, ফ্যাশন ডিজাইন, সঙ্গীত, কম্পিউটার প্রকৌশল, যন্ত্র কৌশল, শিক্ষা ব্যবস্থা (বি.এড) বিষয় নিয়ে অনার্স কোর্স করানো হয়। এই সকল অধিকাংশ প্রফেশনাল কোর্সগুলো বেসরকারি কলেজ গুলোতে করানো হয়, সরকারিতে হয়না। এই কোর্সগুলোর পড়াশোনার ব্যয় অনেক বেশি। ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার ব্যয়ই ০১ লক্ষ টাকা হইতে ০৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। অপরদিকে বিএড অনার্স (শিক্ষা বিষয়ক) কোর্সগুলো বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ আছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে ০৪ বছরে খরচ হয় প্রায় ২৫-৪০ হাজার টাকা।
যাইহোক অন্য আরেকদিন এই বিষয় নিয়ে আলোচনা করবো। মূলত সাধারন অনার্স ভর্তি শেষ হবার পর এই কোর্স এ-ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

***** শিক্ষাগত যোগ্যতা:********
এসএসসি পাশের সাল ২০২০, ২০২১, ২০২২ এবং এইচ.এস.সি পাশের সাল ২০২২, ২০২৩ ও ২০২৪ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে জিপিএ ২.৫০ এবং এইচ.এস.সিতে জিপিএ ২.৫ সহ সর্বমোট ৫.০০ থাকতে হবে। তবে এখনো সার্কুলার ছাড়েনি। এই মাসে আশা করা যায় দিয়ে দিবে।

  • তথ্য আপডেট:  জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তির আবেদন এখনো শুরু হয়নি। বিজ্ঞপ্তি দিলে আমাদের সাইটে আপডেট করা হবে। 

৩। প্রশ্ন : উন্মুক্ত থেকে HSC পাশ করে জেনারেলের নিয়মিত ডিগ্রিতে ভর্তি হতে পারব কিনা?

উত্তর: রেগুলার ডিগ্রির ক্ষেত্রে আপনি ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নাই। সে ক্ষেত্রে SSC লাস্ট পাশের সন ২০২০,২০২১,২০২২ এবং HSC পাস ২০২২, ২০২৩ ও ২০২৪ বছর হলেই হবে। উভয় পরীক্ষাতে আলাদাভাবে জিপিএ ২.০ সহ মোট ৪.০০ থাকতে হবে। তবে প্রাইভেট ডিগ্রি ভর্তি এইচএসসি পাশ করার পরবর্তী ০২ বছর পর করতে পারবেন। অর্থাৎ ২০২৩ সালে এইচ,এস,সি পাশ হলে ২০২৫ সালে প্রাইভেট ডিগ্রির আবেদন করতে পারবেন। 

  • তথ্য আপডেট: ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সার্কুলার হবে অনার্স ভর্তি  কার্যক্রম  শেষ হবার পর।  ডিগ্রি কোর্সের নোটিশ হতে পারে ২০২৫ ইং April মাসের শুরুতে ১ম সপ্তাহে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির সার্কুলার দিয়েছে এই পোস্টের ০৯ নং পয়েন্ট দেখুন।

৪। প্রশ্ন: প্রাইভেট (বেসরকারি) ভার্সিটিতে অনার্স/মাস্টার্স ভর্তি হতে পারবো কিনা?

উত্তর: প্রাইভেট ভার্সিটির প্রসঙ্গ পুরোই ভিন্ন। অধিকাংশ প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে পারবেন। বয়সের কোন মানদন্ড নাই। কিন্তু কিছু প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। সে ক্ষেত্রে আপনার পছন্দের প্রাইভেট ভার্সিটিতে গিয়ে আপনাকে জেনে নিতে হবে তারা কি ওপেন থেকে স্টুডেন্ট ভর্তি নেয় কিনা!

৫। প্রশ্ন: পাবলিক ভার্সিটির কোথায় কোথায় আবেদন করতে পারবেন?

উত্তর: উন্মুক্ত থেকে যারা পাশ করেছেন তারা শুধু মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাবি অধিভূক্ত ৭ কলেজ, গাহস্থ্য অর্থনীতি কলেজ এ-  অনার্স ভর্তির আবেদন করতে পারবেন। উল্লেখ্য বাউবি হতে পাশকৃতদের জন্য সুখবর হলো যে, গত বছর প্রথমবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাউবির শিক্ষার্থীরা অনার্স ভর্তির আবেদন করতে পারবে। যেটা পূববর্তী সেশনে বাউবির শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হতো না। বাকি সরকারি ভার্সিটি গুলো উন্মুক্ত শিক্ষাথীদের আবেদন গ্রহন করেনা মানে ভর্তি হওয়া যায়না। এমনকি উন্মুক্ত হতে পাশ করে মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল বিষয়ে ভর্তি হওয়ার সুয়োগ নাই। অবশ্য বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। 

  • তথ্য আপডেট: ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে ২০২৪ ইং সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন অলরেডি ২৮/১২/২০২৪ ইং তারিখে শেষ হয়েছে। বর্তমানে রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন চলছে।  
  • বর্তমান অর্থাৎ চলতি শিক্ষাবর্ষে আপনি কোথায় কোথায় ভর্তি হতে পারবেন, কোন কোন বিশ্ববিদ্যালয় ভর্তির সার্কুলার দিয়েছে এবং কিভাবে আবেদন অনলাইনে সাবমিট করবেন তার সংক্ষিপ্ত বিষয় নিয়ে একটি Highlights পোস্ট করেছি। দয়া করে এই পোস্ট পড়লে এক নজরে সকল প্রতিষ্ঠানে ভর্তির আপটে জানতে পারবেন। লিংক এখানে

***** শিক্ষাগত যোগ্যতা:********
ঢাবির জন্য এসএসসি পাশের সাল ২০১৯, ২০২০, ২০২১,২০২২ এবং এইচ.এস.সি পাশের সাল শুধুমাত্র ২০২৪ সাল হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে এবং এইচ.এস.সিসহ মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। [ কোন পরীক্ষাতে জিপিএ ৩.৫ এর নিচে হবেনা]
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা ও সার্কুলার দেখতে ভিজিট করুন এখানে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ৭ কলেজে ভর্তির জন্য যোগ্যতা:

এসএসসি পাশের সাল  ২০১৯, ২০২০, ২০২১,২০২২ এবং এইচ.এস.সি পাশের সাল শুধুমাত্র ২০২৪ সাল হতে হবে। শিক্ষাগত যোগ্যতা মানবিক শাখার জন্য এসএসসিতে এবং এইচ.এস.সিসহ মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। [কোন পরীক্ষাতে জিপিএ ৩.০ এর নিচে হবেনা] ভর্তি পরীক্ষাতে অংশগ্রহন করতে হবে। আশানুরুপ মেরিটে আসলে ভর্তির সুযেগ পাবেন।
প্রতিবছরই ভার্সিটিতে এপ্লাই এর ক্ষেত্রে কিছু না কিছু নিয়ম পরিবর্তন হয়ে থাকে। সে ক্ষেত্রে আপনাকে ভর্তির সার্কুলার ফলো করতে হবে।

  • তথ্য আপডেট: ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে  ০৭ কলেজে ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদসেনর শেষ তারিখ ১২/০২/২০২৫ ইং তারিখ। অনলাইনে আবেদন করতে হবে। ভর্তির সার্কুলার পিডিএফ ডাউনলোড করে পড়ুন এখানে

৮। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কোথায় অনার্স করতে পারবেন?

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোন বয়সেই অনার্স ভর্তি হওয়া যায়। এখানে বেশ কয়েকটি বিষয়ে অনার্স করার সুযোগ রয়েছে  বাংলা, দর্শন, ইতিহাস, সমাজ বিজ্ঞান, ইসলাম শিক্ষা ও আইন বিষয়। উল্লেখ্য এই সকল বিষয়গুলো নিয়ে পড়তে হলে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হয় ও উত্তীর্ণ হতে হয়। অনার্সের এই সকল বিষয়গুলো নিয়ে পড়ার একমাত্র সুযোগ ঢাকা স্টাডি সেন্টারে। অর্থাৎ ঢাকা ব্যতিত অন্য কোথাও স্টাডি সেন্টারে বাউবিতে অনার্স করার সুযোগ নাই। এই সকল বিষয়ে অনার্স কোর্স করতে ০৪ বছরে খরচ হবে প্রায় ০১ লক্ষ টাকার মত। বাউবির বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম বিবিএ অনার্স কোর্স আছে। ইংরেজি মাধ্যমে বিবিএ করতে হলে ভর্তি পরীক্ষা দিতে হয় এবং বাংলা মাধ্যমে পড়তে হলে কোন ভর্তি পরীক্ষা দিতে হয়না, মোটামোটি একটা স্কোর থাকলে হয়। তবে আনন্দের সংবাদ হচ্ছে: বাংলা মিডিয়াম বিবিএ কোর্স করতে হলে ঢাকা ছাড়াও বিভাগীয় কিংবা বড় শহরের কলেজগুলোতে স্টাডি সেন্টার রয়েছে। বাংলাদেশের কোথায় কোন প্রতিষ্ঠানে শিক্ষার ব্যয় কত হবে তার একটা ধারনা নিচের পয়েন্টে প্রেরণ করা হলো।

  • তথ্য আপডেট: ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি আবেদন এখনো শুরু হয়নি।


Bangladesh_Open_University

৯। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কোথায় ডিগ্রী কোর্স করতে পারবেন? 

আপনি যে কোন শিক্ষাবোর্ড কিংবা উন্মুক্ত হতে এইচএসসি যে কোন সালে পাশ করে থাকলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পাস কোর্সে ভর্তি হতে পারবেন। এটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতই ০৩ বছরের ডিগ্রী কিংবা গ্রাজুয়েট সমমান কোর্স। এই কোর্সে ভর্তি হলে আপনি প্রতি ইয়ারেই পাঠ্যবই ফ্রি পাবেন। ক্লাশ, পরীক্ষা সব কিছুই শুক্রবারে হয়ে থাকে। উন্মুক্ত হতে ডিগ্রি পাশ করলে পরবর্তী সময়ে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে মাস্টার্স কিংবা প্রাইভেট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স কোর্স করতে পারবেন।
**** তথ্য আপডেট: ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের ভর্তির সার্কুলার দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন ১৫/১১/২০২৪ ইং তারিখে শুরু হয়ে আগামী ১৫/১১/২০২৫ ইং তারিখ পর্যন্ত চলবে। বিস্তারিত জানতে PDF ফাইলটি পড়ুন এখানে

 এক নজরে শিক্ষার ব্যয় ও খরচ: 

  • সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে অনার্স  সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ৩০,০০০/- হতে সর্বাচ্চ ৭০,০০০/-
  • ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজে অনার্স  সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ২০,০০০/- হতে সর্বাচ্চ ৩০,০০০/- [ এখানে ডিগ্রি কোর্স নাই]
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজ গুলোতে অনার্স  সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে  সর্বাচ্চ ৩০,০০০/- এবং বে-সরকারি কলেজ গুলোতে ব্যয় হয় সর্বোচ্চ ৮০,০০০-১,২০,০০০/-
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রফেশনাল কলেজ গুলোতে প্রফেশনাল অনার্স  সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্বোচ্চ ১,২০,০০০/-২,৫০,০০০/-
  • প্রফেশনাল অনার্স বি.এড কোর্স সরকারি প্রফেশনাল কলেজে করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্বোচ্চ ৩০,০০০/- হতে ৫০,০০০/-
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রেগুলার  ডিগ্রি পাস কোর্স সম্পন্ন করতে ০৩ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন  ২০,০০০/- হতে সর্বাচ্চ ৩০,০০০/-
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রাইভেট  ডিগ্রি পাস কোর্স সম্পন্ন করতে ০৩ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন  ৬,০০০/- হতে সর্বাচ্চ ১০,০০০/-
  • প্রাইভেট (বেসরকারি) বিশ্ববিদ্যালয়ের অধীন  অনার্স  সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে  সর্বাচ্চ  সর্বোচ্চ ২,০০,০০০ হতে ৪,২০,০০০/-
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন  অনার্স  সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ৬০,০০০- হতে সর্বাচ্চ ১,৪০০০০/- 
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএ বাংলা মাধ্যম  অনার্স  সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ৬০,০০০- হতে সর্বাচ্চ ৮০,০০০/- 
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন  অনার্স  সম্পন্ন করতে ০৪ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন ৬০,০০০- হতে সর্বাচ্চ ১,২০০০০/- 
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন  ডিগ্রি পাস কোর্স সম্পন্ন করতে ০৩ বছরে শুধুমাত্র শিক্ষার খরচ হয়ে থাকে সর্ব নিম্ন  ২০,০০০/- হতে সর্বাচ্চ ৩০,০০০/- 
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন সকল প্রোগ্রামে ভর্তি  হতে, ভর্তির নির্দেশিকা ও শর্তাবলী জানতে বাউবির অফিসিয়াল সাইট ভিজিট করুন এখানে 
সর্বশেষ:
তাই এই পোস্ট যাতে ভূলে না যান কাজে লাগে সেই জন্য বুকমার্ক কিংবা সেভ করে রাখতে পারেন। তারপরেও কোন বিষয় বুঝতে অসুবিধা হলে কিংবা যদি ভর্তি ফরম পূরন করতে চান তাহলে নিচে কমেন্ট করার প্রত্যাশা ব্যক্ত করছি। উল্লেখ্য জগন্নাথ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সার্কুলার দিলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন!
উল্লেখ্য আমাদের ব্লগ সাইট ভিজিট করতে ব্রাউজারের সার্চবার কিংবা গুগলে গিয়ে পিয়নমামা ডটকম কিংবা Peon Mama লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আরেকটি বিষয়, পিয়নমামা ডটকম সাইটে শুধু লেখাপড়া বিষয়ক নই পরবর্তী সময়ে ধাপে ধাপে চাকরির বিজ্ঞপ্তি, কম্পিউটার টিপস, অনলাইনে ইনকামের কৌশল, ফ্রিল্যান্স, ক্যারিয়ার আড্ডা, সফটওয়্যার রিভিউ ও ই-কমার্স  নিয়ে পোস্ট পাবলিশ করা হবে।  
Previous Post
No Comment
Add Comment
comment url